Latest Notice
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে কর্মসূচি  |  শীতকালীন অবকাশ, মহান বিজয় দিবস এবং যিশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে পাঠদান কার্যক্রম বন্ধ বিজ্ঞপ্তি।  |  ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (পাস) ভর্তি কার্যক্রমে ১ম রিলিজ স্লিপে অনলাইন আবেদন সম্পর্কিত জরুরি বিজ্ঞপ্তি।  |  2024-2025 শিক্ষাবর্ষে দ্বাদশ শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের ছাড়পত্র/অনলাইন ইটিসি কার্যক্রম সংশোধন প্রসঙ্গে।  |  ডিগ্রি পাস ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তিকৃত/অধ্যয়নরত ১ম বর্ষের অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিতকরণে স্নাতক ও সমমান পর্যায়ের ভর্তি সহায়তার অনলাইন আবেদন দাখিল সংক্রান্ত বিজ্ঞপ্তি।

Dhamoirhat Govt. M. M. College

Dhamoirhat, Naogaon.

College EIIN: 123195

Message from the Principal

Photo of অধ্যক্ষ

অধ্যক্ষ


শিক্ষা-সংস্কৃতির লীলাভূমি বরেন্দ্র জনপদের ইতিহাস-ঐতিহ্যকে সমুন্নত রাখার মহৎ উদ্দেশ্যে প্রতিষ্ঠিত ধামইরহাট সরকারি এম. এম. ডিগ্রি কলেজ। ১৯৭০ সালে প্রতিষ্ঠার পর থেকে প্রায় অর্ধ শতাব্দী কাল যাবৎ উচ্চ শিক্ষা প্রসারে অবদান রেখে চলেছে। এই প্রতিষ্ঠানের অনেক কৃতি শিক্ষার্থী শিক্ষা জীবন শেষে কর্মজীবনে স্ব স্ব ক্ষেত্রে সাফল্য ও গৌরবের মর্যাদা অর্জন করেছেন। এই প্রিয় শিক্ষা প্রতিষ্ঠানটি অনাগত ভবিষ্যতে বরেন্দ্র মন্ডলের এই অঞ্চলের হারানো গৌরব পুনরূদ্ধার করতে সক্ষম হবে। ‘জগদ্দল মহাবিহার’, ‘আগ্রাদ্বিগুন অগ্রপুরি বিহার’, মুসলিম বাংলার প্রথম ইসলামি শিক্ষা কেন্দ্র ‘মাহিসন্তোষ গড়’ এর স্থান অচিরেই পূর্ণ করবে বলে আমার দৃঢ় বিশ্বাস।